About লগইন বাংলাদেশ
Bangladeshi Social Media Network

লগিন বাংলাদেশ একটি বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে আপনি প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিদ্যমান সুবিধা গুলো তো পাবেনই সেই সাথে রয়েছে আরো বাড়তি কিছু সুবিধা। “সবার জন্য নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যম” এই উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার ৫০ তম পূর্তিতে আমাদের যাত্রা শুরু হয়। প্রতিনিয়তই আমাদের সদস্য সংখ্যা বেড়েই চলেছে।

 

আমরা প্রতিনিয়ত আমাদের ব্যবহারকারীদের সুবিধার্থে আমাদের প্রযুক্তিগত পরিবর্তন করে যাচ্ছি। উন্নত সার্ভার, ব্যাকআপ, আপটাইম, সাইট লোড সহ আরো প্রযুক্তিগত দিকগুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করে থাকি। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা আমারা অত্যন্ত সতর্কতার সহিত নিশ্চিত করে থাকি।

 

কেন আপনি লগিন বাংলাদেশ ব্যবহার করবেন?

প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে যা থাকছে- যেহেতু এটা বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সব বয়সের উপযোগী করে করা হয়েছে তাই এখানে অনাকাঙ্খিত কোন কনটেন্ট আপনি পাবেন না।  যে কোন অভিযোগ গুরুতর ভাবে দেখা হয়। আমাদের নিয়মাবলী পড়লেই সেটা স্পষ্ট বুঝতে পারেবন। প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে রয়েছে বাংলাদেশী সিনেমা এবং সিরিয়াল দেখার সুযোগ। ব্লগ ও ফোরাম একই সাথে পাবেন আমাদের এই সাইটে। রয়েছে বাংলা গানের এক বিশাল সংগ্রহ এবং গান শেয়ার করার সুবিধা। আপনি প্রতিটি কর্মকান্ডের উপর ভিত্তি করে পয়েন্ট অর্জন করতে পারবেন যা দিয়ে পরবর্তীতে সাইটে বিজ্ঞাপন দেয়া সহ আরো বাড়তি কিছু সুবিধা পাবেন। সঠিক তথ্য দিয়ে একাউন্ট ভেরিফাইডের সুবিধা থাকছে।  বাংলাদেশী লাইভ টিভি দেখার সুবিধা থাকছে। 

 

ভবিষ্যতে আরো অনেক নতুন নতুন ফিচার যুক্ত করা হবে লগিন বাংলাদেশে। মোট কথা আপনার প্রয়োজনীয় সব কিছুই আমরা এতে যুক্ত করার চেষ্টা করব।

 

সবচেয়ে বড় কথা এটা বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম। মিথ্যা, বানোয়াট, গুজব, বিব্রতকর, অসামাজিক কনটেন্ট এর ভিড়ে সুস্থ ধারার এবং সবার জন্য উপযোগী একটি সামাজিক মাধ্যম উপহার দেয়াই আমাদের মূল উদ্দেশ্য। ব্যবসায়িক মানসিকতা থেকে নয় সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তাই লগিন বাংলাদেশ আপনি নিজে এবং বন্ধুদের ব্যবহার করতে উ‍ৎসাহিত করবেন বলেই আমাদের বিশ্বাস।