Terms of Use

লগিন বাংলাদেশ একটি বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা চাই লগিন বাংলাদেশ হয়ে উঠুক সবার জন্য একটি নিরাপদ ও প্রানবন্ত যোগাযোগ মাধ্যম। সেজন্যই লগিন বাংলাদেশের  ব্যবহারকারীদের উপর শর্তের বোঝা চাপিয়ে দিতে চাইনা। তবুও সামাজিক শৃঙ্খলার জন্য নিম্মলিখিত বিষয়গুলো অবশ্যই মানতে হবে।

সাধারণ নিয়মাবলী:

১) প্রত্যেকের ব্যক্তিসত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যত্নবান হউন।

২) সাধারণ মানুষের জন্য গ্রহনযোগ্য নয় এমন কিছু না লেখাই ভাল। এবং খেয়াল রাখবেন যেন আপনার লেখা সব বয়সী মানুষের পড়ার উপযোগি হয়।

৩) বিশেষ কোন ব্যাক্তি, জাতি বা গোষ্ঠিকে আঘাত করে বা উষ্কানীমূলক কিছু লেখা যাবে না।

৪) লগিন বাংলাদেশে  আপনার লেখা বা কনটেন্টের সকল দায়-দায়িত্ব আপনার নিজের। তবে, যে কোন কনটেন্ট প্রকাশিত হওয়ার পর তা রাখা বা মুছে ফেলার ক্ষমতা লগিন বাংলাদেশ কর্ছেপক্ষের রয়েছে। ওয়েবসাইট কর্তৃপক্ষ, মডারেটরগণ বা অন্য কেউ আপনার কনটেন্ট সম্পর্কিত  কোন দ্বায়-দ্বায়িত্ব বহন করবে না।

৫) কপিরাইট আইনের প্রতি যত্নবান হবেন এবং কপিরাইট কনটেন্ট আপলোড করার ক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করি। কোন অভিযোগ পেলে বা কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে কপিরাইটেড কনটেন্ট মুছে ফেলার অধিকার রাখে।

৬) অশ্লীল বা অশালীন কোন লেখা, ছবি, ভিডিও, লিংক বা অন্যকিছু পোস্ট করা যাবে না।

৭) সদস্য হওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে লগিন বাংলাদেশ থেকে বিভিন্ন ইমেইল, ঘোষনা ইত্যাদি পেতে আপনার আপত্তি নেই। তবে আপনার ইমেইল একাউন্ট আমরা অন্য কোন কর্তৃপক্ষের সাথে শেয়ার করব না।

৮) লগিন বাংলাদেশে নিবন্ধন করার পর আপনি চাইলে আপনার নিজের একাউন্ট মুছে ফেলার অধিকার রাখেন। তবে কোন নিয়ম ভঙ্গ করলে লগিন বাংলাদেশ কর্তৃপক্ষ আপনাকে সাবধান, ব্লক বা আইডি বন্ধ করার অধিকার সংরক্ষণ করেন!

 

ইউজারনেম সংক্রান্ত নিয়মাবলী:

১) কোন ইউজার যদি তার ইউজারনেম ব্যবহার করে লগিন করতে সমস্যায় পড়ে শুধুমাত্র সেক্ষেত্রেই তার নাম পরিবর্তন করা যেতে পারে। স্বাভাবিক অবস্থায় ইউজার নেম পরিবর্তন করা যাবে না।

৪) কোন ব্যক্তি একাধিক ইউজার নেম ব্যবহার করে লগিন বাংলাদেশে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

  ৫.১)  লগিন বাংলাদেশের মডারেটর বা কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টতা বোঝাতে পারে এমন কোন ইউজারনেম ব্যবহার করা যাবে না। যেমন: - লগিন বাংলাদেশ, এডমিন, root ইত্যাদি।

  ৫.২) মানুষের ধর্মীয় অনুভুতিকে আঘাত করে এরকম নাম নেয়া যাবে না (যেমন: আল্লাহ, ফেরেশতা, শয়তান, ভগবান, ঈশ্বর ইত্যাদি)

  ৫.৩) বিখ্যাত ব্যক্তিদের নাম দিয়ে নিবন্ধন করা যাবে না (যেমন: আইনস্টাইন, আইজাক আসিমভ, নিউটন, শেক্সপিয়ার... ইত্যাদি) । তবে যদি ব্যবহারকারীর নামের সাথে বিখ্যাত ব্যক্তির নামের মিল থাকে, তবে সেটা বিবেচনা করা হতে পারে। অপর কোন গুরুত্বপূর্ণ পক্ষকে উপস্থাপন করে বা অন্য কোন পক্ষের প্রতিনিধিত্ব বোঝায়, অনুমতি ছাড়া সেরকম নামও ব্যবহার করা যাবেনা।

  ৫.৪) অপর কোন সদস্যকে ব্যঙ্গ করে কোন নাম নেয়া যাবে না।

  ৫.৫. অশ্লীল কোন নাম বা কোন অশ্লীল অর্থ বহন করে বা অশ্লীল কিছু ইঙ্গিত করে এরকম নাম নেয়া যাবে না।

৬) লগিন বাংলাদেশের প্রয়োজনে কর্তৃপক্ষ আপনার অন্যান্য তথ্যের পাশাপাশি ইউজারনেম, পাসওয়ার্ডও পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

 

উপরোক্ত নিয়মাবলী অমান্য করলে বা লগিন বাংলাদেশে অন্য কোনভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর (বা সৃষ্টিকারীদের) বিরুদ্ধে কর্তৃপক্ষ নিম্মবর্ণিত এক বা একাধিক ব্যবস্থা নিবেন।

১) ওয়ার্নিং বা সতর্কতা পাঠানো।

২) সাময়িকভাবে নিষিদ্ধ করা।

৩) স্থায়ীভাবে নিষিদ্ধ করা।

৪) ইমেইল/আইপি নিষিদ্ধ করা।

৫) পোস্ট/ইউজারনেম বা সংশ্লিষ্ট বিষয়টি পুরোপুরি বা আংশিক পরিবর্তন বা পরিবর্ধণ করা।

৮) যুক্তিসংগত অন্য যে কোন ব্যবস্থা।

এ বিষয়গুলো ছাড়াও নোটিশবোর্ডে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘোষনা, বিজ্ঞপ্তি দেয়া হবে।

এছাড়াও লগিন বাংলাদেশের যে কোন বিষয়ে কর্তৃপক্ষ সর্বময় ক্ষমতা সংরক্ষণ করেন। লগিন বাংলাদেশের কল্যানে কর্তৃপক্ষ যেকোন সিন্ধান্তই যে কোন অবস্থায় চুড়ান্ত বলে গন্য হবে। পরিবর্তিত পরিস্থিতিতে লগিন বাংলাদেশের স্বার্থে মডারেশন বোর্ড এই নিয়মাবলীতে সংশোধন, সংযোজন বা বিযোজন করতে পারবেন।

উক্ত সবগুলো বিষয় যদি মানতে না পারেন, তাহলে আপনার লগিন বাংলাদেশে নিবন্ধন করার প্রয়োজন নেই!